ছবি সংগৃহীত

বেরিয়ে এসেছে হামলাকারীদের পরিচয়

priyo.com
লেখক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৬, ০৩:২৬
আপডেট: ০৩ জুলাই ২০১৬, ০৩:২৬

(প্রিয়.কম) ইসলামিক স্টেট’র পর পুলিশের পক্ষ থেকে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী পাঁচ তরুণের ছবি প্রকাশ করা হয়েছে। ‘অপারেশন থান্ডারবোল্ট’ এ নিহত ওই ছয় তরুণের মধ্যে অন্তত তিনজনের বিস্তারিত পরিচয় ফেসবুকেও প্রকাশ হয়ে পড়েছে।

শনিবার রাত ১০টার দিকে বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্সের টুইটার একাউন্টে ছবিগুলো প্রকাশ করা হয়। এরপর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিহত পাঁচ জঙ্গির মৃতদেহের ছবি এবং তাদের সংক্ষিপ্ত নামগুলো প্রকাশ করে।

পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের যে নামগুলো জানানো হয়েছে তা হলো আকাশ, বিকাশ,ডন, বাধন ও রিপন। তবে বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত মৃতদেহগুলোর কোনটি কার সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের দীর্ঘদিন ধরে খুঁজছিলো তারা।

এদিকে, হামলাকারীদের পরিচয় বেরিয়ে আসছে ফেইসবুকে। যে পাঁচ জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে তার মধ্যে তিনজনের পরিচয় তুলে ধরেছেন তাদের স্কুল-কলেজ সূত্রে পরিচিতজনরা।

তাদের একজন নিব্রাস ইসলাম নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। সাবেক সহাপাঠীরা সনাক্ত করে তার ছবি ও পরিচয় সামনে এনেছে।

আরেকজনের আগের ও সাইটের দেওয়া ছবি পাশাপাশি ‍দিয়ে তার পরিচয় প্রকাশ করেছেন এক প্রবাসী। মীর সাবিহ মুবাশ্বের স্কলাসটিকার ছাত্র। এ লেভেল পরীক্ষার আগে গত মার্চে মুবাশ্বের নিখোঁজ হন বলে তার এক সহপাঠীর বরাত দিয়ে জানিয়েছেন তিনি। গত ২৯ ফেব্রুয়ারি মুবাশ্বের নিখোঁজ হওয়ার পর তার বাবা মীর এ হায়াত কবীর ওই দিনই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১৮৪৮) দায়ের করেন।    

মাহবুব রাজীব নামে আরেকজন ফেইসবুকে আরেকজনের ছবি দিয়েছেন। রোহান ইমতিয়াজ নামের এই ছেলেটিও স্কলাসটিকার সাবেক ছাত্র। বাবা-মার সঙ্গে তার ছবির পাশে দেওয়া হয়েছে সাইটের ছবি, যেখানে দুই ছবির মধ্যে মিল পাওয়া যায়। 

শনিবার সকালে অভিযান চালিয়ে ১৩ জনকে জীবিত এবং ২০ মৃতদেহ উদ্ধার করে যৌথবাহিনী। অভিযানের সময় ৬ হামলাকারী নিহত হন এবং একজনকে আটক করা হয়। নিহত ২০ জনের মধ্যে দুইজন বাংলাদেশি, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, নয়জন ইতালি, সাতজন জাপানি ও একজন ভারতীয়

গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান বেকারিতে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এরপর ওই রেস্তোরাঁয় থাকা ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন লোকজনকে জিম্মি করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। 

গোলাগুলিতে ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম এবং বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হয়েছেন। আহত হন প্রায় ৩০ জন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন। আহতদের মধ্যে ১৯ জন গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন।

জঙ্গি হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এই ধরনের অতর্কিত হামলা চালিয়ে মানুষজনকে জিম্মি করার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। 

এ সংক্রান্ত অন্যান্য সংবাদ