
এনভিডিয়ার এইচ২০ চিপ ‘নিরাপদ নয়’, বলছে চীন
মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার তৈরি চিপ চীনের জন্য নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
এর আগে বেইজিং এসব চিপে ‘ব্যাকডোর’ থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির সঙ্গে যুক্ত ইউইউয়ান তানতিয়ান নামের ওই অ্যাকাউন্ট রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে লিখেছে, এইচ২০ চিপগুলো প্রযুক্তিগতভাবে উন্নত নয় বা পরিবেশবান্ধবও নয়।
“আর, যখন কোনো চিপ পরিবেশবান্ধব নয়, উন্নত নয় এমনকি নিরাপদও নয় তখন ভোক্তা হিসেবে অবশ্যই আমাদের তা না কেনার সুযোগ রয়েছে।”
এনভিডিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, ২০২৩ সালের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র চিপের উপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করার পর চীনা বাজারের জন্য এনভিডিয়া এইচ২০ এআই চিপ তৈরি শুরু করে। ট্রাম্প প্রশাসন গত এপ্রিল মাসে চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়ার মধ্যে এগুলোর বিক্রি নিষিদ্ধ করার পর জুলাই মাসে ফের সেই নিষেধাজ্ঞা তুলে নেয়।
চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা গত ৩১ জুলাই বলেছিল, তারা এনভিডিয়াকে এক বৈঠকে জিজ্ঞাসা করেছিল এনভিডিয়ার এইচ২০ চিপে কোনো ‘ব্যাকডোর’ বা নিরাপত্তা ঝুঁকি আছে কি না যার মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়া সম্ভব।