বাজারমূল্যে অ্যাপলকেও পেছনে ফেলবে এনভিডিয়া?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ মার্চ ২০২৪, ১৬:৫১

বিশ্বের সবচেয়ে মূল্যবান দ্বিতীয় কোম্পানির দৌড়ে অ্যাপলকে প্রায় ধরে ফেলেছে চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া। এর অন্যতম প্রধান কারণ, এআই টুলের চালিকা শক্তি হিসাবে কাজ করা চিপ তৈরি করে এই কোম্পানিটি। ফলে এর শেয়ারে বিনিয়োগকারীদের রয়েছে আস্থা ও এসেছে উপচে পড়া বিনিয়োগ।


বর্তমানে চলা এআই শোরগোলের মধ্যেই কোম্পানির বাজারমূল্য এক লাখ কোটি ডলার থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে এনভিডিয়ার মূল্য। এ মাইলফলক অর্জনে লেগেছে কেবল নয় মাস, আর সে সময়ে কোম্পানিটি পেছনে ফেলেছে জেফ বেজোসের ‘অ্যামাজন’, গুগলের মালিক ‘অ্যালফাবেট’, ও বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি ‘সৌদি আরামকো’র মতো জায়ান্ট কোম্পানিগুলোকে।


এনভিডিয়ার বাজারমূল্য বর্তমানে প্রায় দুই লাখ ৩৮ হাজার কোটি ডলার। কোম্পানিটি অ্যাপল থেকে ২৩ হাজার কোটি ডলার ও মাইক্রোসফট থেকে প্রায় ৬৪ হাজার ৫০০ কোটি ডলার পিছিয়ে রয়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও