আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের ‘অনুকূল নয়’: তাহের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ২২:০০

সংস্কার নিশ্চিত করে নির্বাচন আয়োজনের দাবি আবারও তুলে ধরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের অনুকূল নয়। ভোটের পূর্বশর্ত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে।


রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা বলেন তিনি।


বৈঠকে নিজের সংসদীয় এলাকা কুমিল্লা ১১ এর প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তির কথাও তুলে ধরেছেন জামায়াতের এই নেতা।


ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ৩০০ সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ করেছে ইসি। এ নিয়ে দাবি আপত্তি জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার।


সিইসির সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অনুকূল নয় বলেও দলের অবস্থান তুলে ধরার কথা বলেছেন নায়েবে আমির। তিনি ভোটের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির আহ্বান জানান। বলেন, “খেলার মাঠটা সমান হতে হবে। কারণটা উঁচা-নিচা, এটা হবে না।”


সবার জন্য সমান সুযোগ তৈরি করতে প্রশাসনসহ সবখানে দক্ষ, নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগের দাবিও করেছেন জামায়াতের এই নেতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও