সংকটময় মালয়েশিয়ার শ্রমবাজারে আশার আলো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ২২:০১

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ এক বছরের বেশি সময় ধরে। চলতি বছর দুই দফা বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশ। শ্রমবাজার নতুন করে চালুর অন্যতম অন্তরায় ‘সিন্ডিকেট জটিলতা’।


দেশটিতে লাগাতার অবৈধ বাংলাদেশি গ্রেফতার, ভিজিট ভিসায় গিয়ে প্রতারণা, জঙ্গি তৎপরতা এবং সবশেষ গত বছর ভিসা থাকার পর নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে না পারা সাত হাজার ৮৬৯ জন কর্মীর চাহিদাপত্র নিয়ে রয়েছে সংকট। এরই মধ্যে সোমবার (১১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এ সফর ঘিরে সংকটময় শ্রমবাজারটিতে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (কর্মসংস্থান-১ শাখা) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল জাগো নিউজকে বলেন, ‘আমাদের মূল এজেন্ডা শ্রমবাজার খোলা। উপদেষ্টার সফরে সেটা জোর দিয়ে আলোচনাও হবে। তবে বাজার খোলার ব্যাপারে আমরা আশাবাদী। যেহেতু বাজার খোলার বিষয়টা নির্ভর করবে মালয়েশিয়ার ওপর, তাই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’


৭৮৬৯ কর্মীর কাজের চাহিদায় গুরুত্ব


গত বছরের ৩১ মে মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার শ্রমিকের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য সাত হাজার ৮৬৯ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করেছে মালয়েশিয়া। প্রাথমিকভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড-বোয়েসেলের মাধ্যমে কনস্ট্রাকশন ও ট্যুরিজম সেক্টরে দেশটিতে যেতে না পারা এসব কর্মীকে নেবে বলে জানিয়েছে দেশটি। এসব কর্মীকে ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে বলে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও