
ছবি সংগৃহীত
কারিনা ইসলাম ধর্ম গ্রহণ করেনি: সাইফ
আপডেট: ২৯ জানুয়ারি ২০১৫, ১২:৩৪
(প্রিয়.কম) বলিউডের জনপ্রিয় তারকা জুটি সাইফ আলী খান এবং কারিনা কাপুর খানকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও ২০১২ সালের অক্টোবরে এই জুটির বিয়ে হয়। আর বিয়ের পর থেকেই কারিনা কাপুর এক ধর্মীয় গ্রুপের রোষানলে পড়েন। কয়েকদিন আগে তারা কারিনার পোস্টার ব্যবহার করে ভিন্নভাবে ব্যাখ্যা দেন। তারই প্রেক্ষিতে ক্ষিপ্ত সাইফ কী বললেন? মুসলিম হওয়া সত্ত্বেও হিন্দু মেয়েকে বিয়ে করায় তাদের দুইজনকে নিয়ে বিভিন্ন ধর্মীয় গ্রুপে বিতর্ক রয়েছে। সাইফ এ ব্যাপারে বলেন, সবাই বলে কারিনা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু তা ঠিক নয়। ৪৪ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘লাভ জিহাদ’ নিয়ে যে অপপ্রচার চলছে তা দুঃখজনক। আর এ জাতীয় কথা বিশ্বাস করার আগে আমাদের বিচারবুদ্ধি দিয়ে তা পরখ করে নেয়া উচিৎ। সাইফ আরও বলেন, কারিনার পরিচিতি তার নিজের কাজ দিয়ে হওয়া উচিৎ। অন্য কিছু দিয়ে নয়। অন্যের কথায় প্রভাবিত না হয়ে কারিনা এ দেশের সিনেমা এবং সমাজে যে অবদান রাখছে তা সবারই মনে রাখা উচিৎ। সূত্র: হিন্দুস্তান টাইমস