
এআইয়ের কবলে ইত্যাদির নির্মাতা, যা বললেন হানিফ সংকেত
যুগান্তর
প্রকাশিত: ২২ মে ২০২৫, ২০:৫৯
বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। আশির দশক থেকে ‘ইত্যাদি’র পথচলা। জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে দর্শককে আনন্দ দিয়ে যাচ্ছেন নির্মাতা-উপস্থাপক হানিফ সংকেত।
তিনি একাধারে একজন উপস্থাপক, পরিচালক, লেখক ও নির্মাতা। দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বরাবরই ন্যয়নিষ্ঠ ও নির্লোভ অবস্থানে থেকেছেন তিনি। কখনো কোনো বিজ্ঞাপনেও দেখা যায়নি এ নির্মাতাকে। এমনকি কোনো পণ্যের সঙ্গে নিজের নাম কিংবা কণ্ঠও মেলাননি হানিফ সংকেত।
কিন্তু দুঃখের বিষয়— জনপ্রিয় এ উপস্থাপকের সেই কণ্ঠই ব্যবহার হলো একটি ভুয়া বিজ্ঞাপনচিত্রে। সেটিও আবার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন হানিফ সংকেত।