
নারীদের কাছে ক্ষমা চাইলেন সুনীল শেঠি
গত মার্চ মাসে সন্তানের জন্ম দেন বলিউড অভিনেতা সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি। স্বাভাবিকভাবেই মা হন তিনি। আর তাতে উচ্ছ্বসিত হন তার অভিনেতা বাবা; মেয়ের সাহসিকতার ঢালাও প্রশংসা করেন।
সেই প্রশংসার বক্তব্যে সুনীল বলেন, ‘বর্তমান বিশ্বে প্রায় প্রত্যেকে কিছুটা আরামের জন্য সিজারিয়ান প্রসব চান। আথিয়া তা চায়নি। স্বাভাবিক প্রজনন পদ্ধতিকে বেছে নেন। হাসপাতালের নার্স, শিশু বিশেষজ্ঞরা পুরো পদ্ধতি সম্পর্কে আমাকে জানিয়েছেন; একজন বাবা হিসেবে যেটা আমাকে যন্ত্রণা দিয়েছে। তবে এটা ভেবে খুশি যে ও প্রস্তুত। আথিয়া খুবই শক্তিশালী। একবারের জন্য তাকে ভেঙে পড়তে কিংবা ক্লান্ত, বিধ্বস্ত হতেও দেখিনি।’
কিন্তু অভিনেতার এই বক্তব্যের মাঝে ‘আরামের জন্য অনেকে সিজারিয়ান পদ্ধতি বেছে নেন’- এই মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধেয়ে আসে কটাক্ষের ঝড়। তবে বিতর্কের মাঝে নতিস্বীকার করলেন অভিনেতা।