
জীবন হাতে নিয়ে বের হয়ে এসেছি: বাপ্পা মজুমদার
বৃহস্পতিবার ভোরে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারদের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুরো ঘটনা নিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন বাপ্পা। জানিয়েছেন, জীবন হাতে নিয়ে পরিবার নিয়ে বের হয়ে এসেছেন তিনি।
ভিডিও বার্তায় বাপ্পা মজুমদার বলেন, ‘আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে। আমার ঠিক নিচের ফ্লোরেই আগুনের সূত্রপাত, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।’
ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাপ্পা বলেন, ‘তারা সময়মতো না পৌঁছালে অন্য ধরনের কিছু হতো। পুরো ঘটনাটি একটি দুর্ঘটনা যদিও, তবে তা ভয়ংকর একটি ঘটনা। আমরা অনুধাবন করেছি, সেটা হচ্ছে সময়মতো ফায়ার ব্রিগেডের পৌঁছানো কতটা জরুরি। সম্ভবত পুরো ঘটনা ঘটেছিল ভোরবেলায়, তখন ট্রাফিক হয়তো অনেক কম ছিল, সে কারণে তারা দ্রুত আসতে পেরেছে। এ জন্যই আমরা সুস্থভাবে বের হতে পেরেছি। যদি ট্রাফিক থাকত, জ্যাম থাকত, উৎসুক মানুষ থাকত, তাহলে হয়তো সময় অনেক বেশি লাগত, তাহলে হয়তো দুর্ঘটনায় প্রাণহানি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যেত।’