You have reached your daily news limit

Please log in to continue


রাজনৈতিক সুযোগ নিয়েই অনেক শিল্পী বিপদে পড়েছেন : বাপ্পারাজ

বরাবরই সিনেমার মানুষ অভিনেতা বাপ্পারাজ। পর্দার বাইরে খুব একটা দেখা মেলে না তার। ব্যক্তিজীবন নিয়েও চেষ্টা করেন নীরবে, লোকচক্ষুর আড়ালে থাকতে। যে কারণে ক্যারিয়ারজুড়েও খুব একটা সংবাদের শিরোনাম হননি এই নায়ক। 

অভিনয়ের বাইরে অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতিতে সম্পৃক্ত হন। বাপ্পারাজ এদিক থেকেও ছিলেন ব্যতিক্রম। কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, ভবিষ্যতেও রাজনীতিতে জড়াতে চান না এই নায়ক। 

তিনি মনে করেন, শিল্পীদের রাজনীতি করা উচিত নয়। আর যদি কেউ রাজনীতিতে জড়াতে চান, তাহলে যেন অভিনয় থেকে অবসর নেন। 

বাপ্পারাজ বলেন, ‘শিল্পীদের রাজনীতি করা উচিত না। যদি করতেই হয়, তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে করা যেতে পারে। একটা পেশায় যুক্ত থেকে যখন কেউ রাজনীতিতে যুক্ত হয়, তখন সে নানাবিধ সুযোগ নেওয়ার চেষ্টা করবে। অন্যের তোষামোদ করতে হবে; যেটা ইদানীং হয়েছে। আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই (রাজনৈতিক) সুযোগ নিত। সুযোগ নিতে গিয়েই তারা বিপদে পড়েছে।’

নিজের প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমি কখনো রাজনীতি করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করব না। আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি। দাওয়াত দিলে আওয়ামী লীগের পার্টিতে গিয়েছি, বিএনপির পার্টিতেও গিয়েছি, ছবি তুলেছি। কিন্তু আমাদের পেছনে তো পুলিশ দৌড়ায় না। আমাদের তো কেউ বলে না, তুমি এটা করছ কেন বা ওটা করলা কেন? কারণ, আমি কখনো সুযোগ নিতে চাইনি। পেশাগত কাজটাই করে গেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন