
ছবি সংগৃহীত
ইলিয়াস আলী এখনো জীবিত আছেন
আপডেট: ১৩ আগস্ট ২০১৩, ০৬:০১
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী এখানো জীবিত আছেন বলে দাবী করেছেন তার আপন ছোট ভাই আসকির আলী। তিনি আরো দাবী করেছেন, তার ভাই ইলিয়াস আলী কলকাতার দমদমের কাছাকাছি কোনো এক কারাগারে বন্দী আছেন। খবর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের। চ্যানেল আই-লন্ডনের স্ট্রেইট ডায়ালগের অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামে গুম হওয়া বিএনপি নেতা ও সাবেক সাংসদ ইলিয়াস আলীর আপন ছোট ভাই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ দাবি করেছেন। তিনি আরও বলেছেন, তাদের কাছে বিভিন্নভাবে যেসব তথ্য এসেছে বিভিন্ন সূত্র থেকে, তাতে তাদের দৃঢ় বিশ্বাস ইলিয়াস আলী ভারতের দমদমের কাছাকাছি কোনো এক কারাগারে বন্দি অবস্থায় আছেন, যেমন করে কলকাতায় সুখরঞ্জন বালি আছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। ইলিয়াস আলীর ভাই আসকির আলী সরাসরি লাইভ প্রোগ্রামের মাধ্যমে এ রকম দৃঢ়তার সঙ্গে দাবি এই প্রথম এবং এ নিয়ে প্রবাসী জনগণের মাঝে ব্যাপক আগ্রহ ও সাড়া পড়ে যায়। নিখোঁজ সুখরঞ্জন বালী ভারতে একটি কারাগারে বন্দী রয়েছেন বলে সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর থেকেই বিএনপি নেতা-কর্মীদের ধারনা আরও দৃঢ় হয়েছে,একইভাবে ইলিয়াস আলীকে ভারতে গুম করে রাখা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইলিয়াস আলী
- গুম