ছবি সংগৃহীত

‘কাছে থাকুন’ থেকে গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড ‘চলো বহুদূর’

techadmin
লেখক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০১৩, ১৭:০৯
আপডেট: ১১ জানুয়ারি ২০১৩, ১৭:০৯

(প্রিয় টেক) দেশের শীর্ষ গ্রাহক সেরা অপারেটর গ্রামীণফোন তাদের আগের ব্র্যান্ড ‘কাছে থাকুন’ বদলে ‘চলো বহুদূর’ গ্রহণ করেছে। ইংরেজীতে আগে যেখানে ছিল 'Stay Close' সেখানে গ্রহণ করা হয়েছে ‘Go Beyond’। গ্রামীণফোন কর্তৃপক্ষ দাবি করছেন এর মাধ্যমে তাদের সেবা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরাও তাদের সঙ্গে আরো ঘনিষ্টভাবে থাকবেন। তবে নতুন ব্র্যান্ড গ্রহনের ক্ষেত্রে গ্রামীণফোনের ভেতরেও কম সমালোচনা হচ্ছে না। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানিকভাবে এ ব্র্যান্ড বদলের এ ঘোষণা দেওয়া হয়। এর আগে প্রায় দশ বছর ধরে তারা ‘কাছে থাকুন’ বা ‘Stay Close’ ব্র্যান্ড। শুক্রবার সন্ধ্যায় মহাআড়ম্বড়ের সঙ্গে ঘোষণা দিয়ে প্রচার করা হলেও রাত সাড়ে দশটায়ও আগের ব্র্যান্ড গ্রামীণফোনের ওয়েব সাইটেই দেখা গেছে।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্ক রাজধানীর বনানী মাঠে নতুন ব্র্যান্ড গ্রহন সংক্রান্ত ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, গ্রামীণফোন তার গ্রাহকদের স্বপ্নের চেয়েও বহুদূর নিয়ে যেতে যায়। আর সে লক্ষ্যেই কাজ করছেন তারা। অপারেটরটির ব্র্যান্ড নেম পরিবর্তনও তারই অংশ। তিনি বলেন, বছর তিনেক আগেও একজন ফুটবলার বা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু এখন যে কোনো তরুণ ঘরে বসে অনেক কিছু করে আয় করতে পারে। তাকে আর অহেতুক বাইরে দৌড়া দৌড়ি করতে হয় না। গ্রামীণফোন সেই সুযোগ এনে দিয়েছে। শুক্রবার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেশের প্রায় সবগুলো টেলিভিশনে এ বিষয়ক একটি টিভিসি (বিজ্ঞাপন) প্রচারিত হয়। তাছাড়া গ্রামীণফোনের গ্রাহকদের এসএমএস দেওয়াসহ একটি ওয়েব সাইটের ব্রেকিং নিউজ দেওয়া এবং একই সঙ্গে শনিবারের সকল জাতীয় দৈনিকে বিশেষ বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চলানো হয়। নতুন ব্র্যান্ড ঘোষণা উপলক্ষ্যে ‘গো ফ্রি’ নামের জমজমাট আয়োজন সাজায় গ্রামীণফোন। কামাল আতাতুর্ক এভিনিউতে বনানী মাঠে বিকাল থেকেই অনুষ্ঠান চলে। বিকাল থেকে চলা কনসার্টে মিলা ও রাফা ছাড়াও ওয়ারফেস ব্যান্ড পারফর্ম করে। কেবল মাত্র ফেসবুকের মাধ্যমে নিবন্ধিতরাই এতে প্রবেশের সুযোগ পান।
আয়োজনে গো ক্রিয়েট, গো লিমিটলেস, গো ফিয়ারলেস এবং গো এন্টারটেইন নামক চারটি বুথ ছিল। তাছাড়া পুরো এলাকা জুড়ে ছিল উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা। পরে এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং রাজিব ভট্টাচার্য বলেন, তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ ধরণের আয়োজন করেছেন তারা। তাছাড়া প্রযুক্তির মাধ্যমে একজন মানুষ কিভাবে নিজেকে এগিয়ে নিতে পারে সেটিই তুলে ধরা হয়েছে এখানে। এদিকে সমালোচকরা বলছেন, আগে গ্রামীণফোন কাছে থাকার কথা বলত। কিন্তু এখন তারা বলছেন উল্টো কথা। ‘চলো বহুদূর’ বলে তারা আসলে কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার কথা বলছেন বলেও দাবি করেন কেউ কেউ। গ্রামীণফোনের কোনো কোনো কর্মীও এই সমালোচনার সঙ্গে রয়েছেন। এদিকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ভারতীয় নাগরিক বিবেক সুদ যোগদানের পর এমন ব্র্যান্ড নেম বদলকেও সর্থন করছেন না কোনো কোনো কর্মী। কেউ আবার এটিকে কেবলই টাকা খরচের মহোৎসব এবং সেখান থেকে আয়ের সুযোগ তৈরী করার হচ্ছে বলে সমালোচনা করেন। এদিকে গ্রামীণফোনের একাধিক কর্মী জানিয়েছেন, তারা কেবল ব্র্যান্ড পরিবর্তন নয়, বিশ্বব্যাপী টেলিনরের লোগতেও বেশ কিছু পরিবর্তন এনেছেন। সামনের দিনে আরো পরিবর্তন আসবে বলে খবর রয়েছে।