
ছবি সংগৃহীত
সাকিবের শাস্তি: ফারাজ করিম চৌধুরীকে নিয়ে ফেসবুকে বিতর্ক
আপডেট: ০৯ জুলাই ২০১৪, ১৩:৪৮
মশিউর রহমান অর্ণব এবং আরো কিছু পেজে নীচের পোস্টটি প্রকাশ করা হয়। পাঠকদের জন্য ফেসবুকের লিংক-সহ পুরো পোস্টটি এখানে দেয়া হলো। ছবির সুদর্শন ছেলেটির নাম "ফারাজ করিম চৌধুরী"। দেখতে সুদর্শন হলেও তার কীর্তিকলাপ মোটেও সুবিধার নয়। এ সেই বখাটে ছেলে, যে কিনা কিছুদিন আগে বাংলাদেশ-ভারত বৃষ্টিবিঘ্নিত ম্যাচ চলাকালে মিরপুর ষ্টেডিয়ামের ভিআইপি বক্সে সাকিব আল হাসানের স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করেছিলো। স্ত্রীকে উত্ত্যক্তের খবর পেয়েই সেদিন সাকিব ড্রেসিংরুম থেকে চলে আসেন এবং স্বভাবতই উত্তক্ত্যকারী এই ছেলেটিকে ব্যাপক মারধর করেন। ভাগ্যের কি নিমর্ম পরিহাস, "ফারাজ করিম চৌধুরী" নামের এই ছেলেটি চট্টগ্রাম রাউজানের ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য "ফজলে করিম চৌধুরী"র গুণধর(!) সু(!)পুত্র !!!!!! এরপর কিভাবে কি হয়েছে এবং ফলশ্রুতিতে কোথাকার পানি কোথায় কতোদূর গড়িয়েছে, তা সহজেই অনুমেয়। গতকাল বিসিবি সভাপতি পাপনের বক্তব্যেই বোঝা যায় সাকিবের মারধরের মাত্রাটা একটু বেশীই ছিলো, কারণ পাপন বক্তব্যের একপর্যায়ে বলে ফেলেছিলেন "ছেলেটিকে আমরা ওর(সাকিবের) কাছ থেকে উদ্ধার করি".......... আসলে বৃষ্টিবিঘ্নিত খেলার মধ্যবিরতিতে স্ত্রীকে উত্তক্ত্যের খবর পেয়ে সাকিবের মাথা ঠিক ছিলোনা । না থাকারই কথা । স্বভাবতই সাকিব যথেষ্ট পিটিয়েছিলেন ছেলেটিকে । তারই ফল পেতে হলো এভাবে হাতেনাতে । আনা হলো "এনওসি" না নিয়ে সিপিএলে খেলতে যাওয়ার অভিযোগ, আনা হলো কথিত নিয়মভাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ । মাত্র একদিনের নোটিশে সাকিবকে ফিরে আসতে হলো দেশে এবং তার ঠিক পরদিনই সাকিবকে দেয়া হলো ৬ মাস ও দেড় বছরের নিষেধাজ্ঞা !!! করা হলো চূড়ান্ত রকমের অবিচার !!!!! অপেক্ষা করুন, আশা করছি সময়ের সাথে সাথে শীঘ্রই থলের বেড়াল বেরিয়ে আসবে......... জনাব ফারাজ করিম চৌধুরী ফেসবুকে এর প্রতিবাদ করেছেন। তার বক্তব্যটি হুবহু এখানে তুলে দেয়া হলো।
বিএনপি চালিত এক পেজ এ দেলাম সাকিব নাকি আমাকে মেরেছে। আমি সাকিব আল হাসান কে খেলোয়ার হিসেবে চিনি, কিন্তু বেক্তিগত ভাবে কখনো পরিচয় হই নি । তাই দয়া করে এসব অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। এই কাল্পনিক ঘটনার কোনো ভিত্তি নেই। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। শেয়ার করার আহবান জানাচ্ছি। I came across a page operated by BNP where it said that Shakib Al Hasan was banned because of a scuffle with me. I want you all to know that I know him as a player, but I have not been introduced to him personally. Thus I request you all to defend me as this is nothing but a fairy tale. Please give this a share.উপরের প্রতিবাদের পর, এই রিপোর্ট লেখার ঠিক আগ মুহুর্তে (বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে ৭ টার দিকে) তিনি তার ফেসবুকে আরো একটি স্ট্যাটাস দেন। পাঠকদের জন্য সেটাও এখানে দেয়া হলো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার অবগতির জন্য জানাতে চাই যে গতকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী একটি মহল, আমার পরিবার ও আমাকে হেওপ্রতিপূর্ণ করার লক্ষে, আমাকে একটি কাল্পনিক, ভিত্তিহীন ও মিথ্যে ঘটনার সাথে জড়ানোর চেষ্টা করছে, যা কিনা আমার পরিবার ও আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য দুক্ষজনক। আমি আপনাদের উদ্দেশে বলতে চাই, আমার দেশকে যারা সন্মান এনে দেয়, তাদের নিয়ে আমি আপনাদের সবার মতো বেক্তিগত ভাবে গর্ব বোধ করি। সাকিব ভাই তার কোনো বেতিক্রম নয়। তিনি দেশের জন্য ভালো কিছু করলে আমি এক মিনিটও দেরী করি নাই তাকে অভিনন্দন জানাতে, যা কিনা আমার পূর্বের স্টেটাস থেকে আপনারা অনেকে দেখে থাকতে পারেন। দুঃখের বিষয় এই যে, এই কুরুচিপূর্ণ মহল সস্তা রাজনৈতিক ফায়দা লুটার লক্ষে আমাকে একটি বিব্রতকর পরিস্থিতি তে দার করিয়ে দিয়েছে যেখানে আমি গত দুই বছরের বেশি সময় ধরে স্টেডিয়াম এ খেলা দেখতে যাই নি। প্রথমত আমি একটি সম্রান্ত পরিবারের সন্তান। যেই নোংরামিতে আমাকে জড়ানোর চেষ্টা চলছে, সেই বিষয় আমি ও আমার পরিবার আসলেই অনভিজ্ঞ। আমার বাবা যেহেতু মানুষের জন্য রাজনীতি করে, তাই আপনাদের কাছে সত্য তুলে ধরছি। জনাব সাকিব আল হাসানের সাথে আমার সামনাসামনি পরিচয় হবার কখনো সুযোগ হইনি। যে ঘটনার সাথে আমাকে জড়ানোর চেষ্টা চলছে, এটি কতটা সত্য, তা নিশ্চই মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন আর জনাব সাকিব ভালো বলতে পারবেন। পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, যে জনাব সাকিব এই বিষয়ে মামলা করেছেন। মামলার বিস্তারিত আমার ভালো জানা নেই। যা জেনেছি, পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি। সেই ঘটনার বর্ণনা দেয়া কিছু পত্রিকার লিংক (link) আমার স্টেটাস এর শেষে আপনাদের সাথে শেয়ার করছি। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রতিযোগিতা মেধা ও যোগ্যতার মাধ্যমে করুন। এই ধরনের অপপ্রচারের মাধ্যমে নই। আপনাদের সকল কে অনুরোধ করছি এই ধরনের মিথ্যে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। সত্য প্রতিষ্ঠা করার লক্ষে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। দয়া করে আমার এই স্টেটাসটি শেয়ার করুন এবং শেয়ার করার সময় 'please share' লিখে শেয়ার করুন এবং অন্যান্যদের আমার পক্ষ হয়ে শেয়ার করার অনুরোধ করুন। যেখানে যেখানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সক্রিয়, সেই পোস্ট গুলো ফেইসবুক কর্তিপক্ষের কাছে রিপোর্ট করার অনুরোধ জানাচ্ছি অথবা সেখানে প্রতিবাদ করার আহবান জানাচ্ছি। সত্য যাচাইয়ের লক্ষে নিচের পত্রিকার লিংক (news link) গুলো পড়ার অনুরোধ রইলো। http://www.amardeshonline.com/pages/details/2014/06/20/247219#.U7yYTvmSxhE http://www.dailyjanakantha.com/news_view.php?nc=27&dd=2014-06-20&ni=176563 http://www.jugantor.com/second-edition/2014/06/19/113052 http://www.kalerkantho.com/online/national/2014/06/19/98114 http://www.amardeshonline.com/pages/details/2014/06/20/247196#.U7ycOvmSxhE