১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট—এক টেস্টে এত রেকর্ড এত কীর্তি

প্রথম আলো প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ১৫:০২

২৭


অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ইনিংসে মোট রান। এটি টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ, ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ২৬ রানের চেয়ে মাত্র ১ রান বেশি।


তবে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০০৪ সালে একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে করা ৪৭ রান।


১৭০


দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের মোট রান। টেস্টে দুবার অলআউট হওয়া ম্যাচে এটি তাদের সর্বনিম্ন দলীয় রান। আগের সর্বনিম্ন ছিল ১৭৫ রান, ১৯৫৭ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে।


১৪.৩ ওভার


অলআউট হতে ওয়েস্ট ইন্ডিজের লেগেছে মাত্র ১৪.৩ ওভার, যা টেস্ট ক্রিকেটের তৃতীয় ইতিহাসে সর্বনিম্ন। এর চেয়ে কম ওভারে অলআউট হয়েছে শুধু দক্ষিণ আফ্রিকা (১২.৩ ওভার, ১৯২৪) ও শ্রীলঙ্কা (১৩.৫ ওভার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০২৪ সালের নভেম্বরে)।



টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো দলের এক ইনিংসে সাত ব্যাটসম্যান শূন্য রানে ফিরেছেন। এর আগে ছয়জনের শূন্য রানে আউটের ঘটনা ঘটেছে ৯ বার, সর্বশেষটি এ মাসের শুরুতে এজবাস্টনে।


১৫ বল


৫ উইকেট নিতে যে কটি বল লেগেছে স্টার্কের। এটি টেস্টে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। আগের রেকর্ড ছিল ১৯ বলে—আর্নি টোশ্যাক (১৯৪৭), স্টুয়ার্ট ব্রড (২০১৫) ও স্কট বোল্যান্ড (২০২১)।


৫১৬ রান


এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার সম্মিলিত রান। পুরুষদের টেস্ট ম্যাচে এটি সপ্তম সর্বনিম্ন। দুই দল দুবার অলআউট হয়েছে এমন ম্যাচে ১৯১০ সালের পর সবচেয়ে কম।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও