ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর জরুরি সভা ডেকেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে তিন ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস ও ব্রায়ান লারাকে।
গত কয়েক সপ্তাহ ধরে দলের ‘খুবই হতাশাজনক’ পারফরম্যান্স পর্যালোচনা করার জন্য ‘ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিসিয়েটিং কমিটিতে’ আরও তিন সাবেক ক্রিকেটার শিবনারাইন চন্দরপল, ডেসমন্ড হেইন্স ও ইয়ান ব্র্যাডশর সঙ্গে যোগ দেবেন ওই তিন জন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সবকটিতে তিন দিনের মধ্যে হারে ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে বাজে অভিজ্ঞতা হয় জ্যামাইকায় শেষ টেস্টে; ২০৪ রানের লক্ষ্য তাড়ায় নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় স্রেফ ১৪.৩ ওভারে ২৭ রানে গুটিয়ে যায় রোস্টন চেইসের দল। গত ৭০ বছরে সর্বনিম্ন ও ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউ জিল্যান্ড।