
ফেরারি বেচে গড়লেন কুকুরদের আশ্রয়কেন্দ্র
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১২:২১
জাপানে ৫৪ বছর বয়সী এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করছিলেন। এমন সময় নিজের পোষা কুকুর তাঁর জীবন বাঁচিয়ে দেয়। এরপর তিনি বিলাসবহুল স্পোর্টস কার বিক্রি করে দেন। সেই অর্থ দিয়ে ‘অসুস্থ কুকুরের’ জন্য একটি আশ্রয়কেন্দ্র গড়ে তোলেন।
আশ্রয়কেন্দ্রটির নাম ‘ওয়ান্সফ্রি’। এটি জাপানের ইয়াইজু শহরে অবস্থিত। বিনা মূল্যে অসুস্থ কুকুরের সেবা দেওয়া হয় সেখানে।
জাপানের দ্য আসাহি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, এই আশ্রয়কেন্দ্রটিতে এমন সব কুকুরের দেখাশোনা করা হয়, যা অনেক প্রাণীপ্রেমীর পক্ষে সামলানো কঠিন।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল