সিরাজগঞ্জ পৌর শহরে ‘সালেকা পাগলি’ (৮৭) নামের এক ভিক্ষুকের বাড়িতে দুই বস্তা টাকা পাওয়া গেছে। পরে গুনে দেখা যায় টাকার পরিমাণ এক লাখ ২৬ হাজার ২৫৩ টাকা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর শহরের রায়পুর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ সালেকার বসতঘরের পাশে থাকা একটি প্লাস্টিকের বস্তা পুকুরে ভেসে ওঠে। পরে একজন বস্তাটি কৌতূহলবশত পুকুর থেকে তুলে দেখেন, ভেতরে টাকা ভর্তি আরও দুটি বস্তা। বস্তা দুটিতে এক, দুই, পাঁচ, দশ, বিশ, পঞ্চাশ ও শত টাকার অনেক নোট ও পয়সা।