
আবেগের সিনেমা দেখলেই হাউমাউ করে কেঁদে ফেলি, এটা কি সমস্যা?
প্রশ্ন: আমি একজন পুরুষ, বয়স ২৮ বছর। আমার সমস্যাটি মানসিক। যেকোনো সিনেমা, নাটক বা গল্পের বই পড়লে আবেগের জায়গাগুলোয় হাউমাউ করে কেঁদে ফেলি। কোনোভাবেই কান্না আটকাতে পারি না। অনেক সময়ই এটা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। মানুষ হাসাহাসি করে। শুধু তা–ই নয়, কারও ভালো রেজাল্ট ও বৃত্তির কথা শুনলেও আনন্দে কেঁদে ফেলি। এটা থামাতে কী করব? এই সময়ে আমার বুকটা দ্রুত ওঠানামা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ: বর্ণনা শুনে মনে হচ্ছে আপনার সমস্যাটির নাম ইমোশনাল ডিসরেগুলেশন। এ ধরনের মানসিক জটিলতায় আপনার উল্লিখিত লক্ষণগুলো দেখা যায়। ইমোশনাল ডিসরেগুলেশনে ভুগলে আবেগের খুব দ্রুত পরিবর্তন হতে দেখা যায়, সামান্য কারণে অতিরিক্ত রেগে যায় কিংবা কান্নায় ভেঙে পড়ে। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় অস্বাভাবিক আচরণ, যেমন চিৎকার–চেঁচামেচি ও জিনিসপত্র ভেঙে ফেলার মতো লক্ষণও প্রকাশ পায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- সুস্থতা
- সুস্থতা কামনা