
বাংলাদেশের সঙ্গে শেষ ম্যাচে চাপে থাকা প্রসঙ্গে যা বললেন জয়সুরিয়া
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১১:০৭
শ্রীলঙ্কার বিপক্ষে আজ (বুধবার) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছে লিটন দাসের দল। ফরম্যাটটিতে তাদের সামনে এখন প্রথমবার লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ।
টোয়েন্টি সিরিজের আগে টেস্টে ১-০ এবং ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও বাংলাদেশ শেষ ম্যাচের আগে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু বড় হারে তাদের হতাশই হতে হয়। আবারও লিটন-মিরাজদের সামনে একই পরিস্থিতি। আবার স্বাগতিক হিসেবে সিরিজ হার এড়ানোর মতো চাপ আছে লঙ্কানদের ওপরও।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি
- ক্রিকেট ম্যাচ