ছবি সংগৃহীত

বসন্তের রঙে রঙিন তারকারা...

priyo.com
লেখক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৫, ১২:২১
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৫, ১২:২১

(প্রিয়.কম) বসন্তের রাঙা সকালে মনে রঙ লাগেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আর তাই পহেলা ফাল্গুনে তরুণ-তরুণীরা মেতে ওঠে অন্যরকম রোমান্টিকতায়। তারকারাও এর বাইরে নন। তারকাদের রঙিন মনের খবর জানাচ্ছেন অনন্ত খান। বসন্তের প্রথমদিনটি উদযাপনে জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী বেরিয়েছেন রিক্সা ভ্রমণে। রিকশায় উঠে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'এই বসন্তে রিক্সায় ঘোরা, আহা...! শুভ হোক ফাল্গুন দিন। জনপ্রিয় র‌্যাম্পকন্যা ও চলচ্চিত্র অভিনেত্রী দিলরুবা ইয়াসমীন রুহি বসন্ত উপলক্ষ্যে তার ছাদের বাগানের সমস্ত ফুল তার ভক্তদের উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়েছেন। তিনি তার ফেসবুক স্টেটাসে লিখেন-' আমার সব বন্ধুদের পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। আমার ছাদের সব ফুল তোমাদের জন্য।'

এদিকে অমৃতা খান নাকি একেবারে বসন্তের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। অমৃতার মনে বাসন্তী রঙের গভীরতা এতই প্রখর যে একেবারে গানই গেয়ে উঠেছেন তিনি। অমৃতা তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, 'আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়… ' হালের আলোচিত নায়িকা পরীমনি বসন্তের এই দিনে একেবারে রোমান্টিক মুডে আছেন। আর সেই রোমান্সের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কাব্যিক ভঙিতে। পরীমনি তার ফেসবুকে কবি সুফিয়া কামালের ‘বসন্ত বন্দনা’ কবিতার কয়েকটি লাইন লিখে ভক্তদের শুভেচ্ছা জানান। তিনি লিখেন, 'হে কবি/ নিরব কেন!/ ফাগুন যে এসেছে ধরায়/বসন্তে বরিয়া তুমি/ লবে নাকি তব বন্দনায়? ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা দুর্লভ কালো গোলাপ হওয়ার বাসনা পোষণ করে বিশেষ কোন এক আগন্তুকের উদ্দেশ্যে স্ট্যাটাস দিয়েছেন, সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। ভাবনা তার স্ট্যাটাসে লিখেন, ‘ ইশ! আমি যদি কালো গোলাপ হতাম ! তুমি আমাকে অনেক খুঁজতে কিন্তু পেতে না। আমাকে পাওয়ার জন্য তোমার থাকতো প্রবল চেষ্টা, বসন্তের দিনে আপনাকে কালো গোলাপের শুভেচ্ছা এবং সবাইকে লাল গোলাপের। আইটেম গার্ল খ্যাত রুমাই নোভিয়া ভক্তদের বসন্তের শুভেচ্ছা জানিয়ে প্রিয়.ডটকমকে বলেন, আমি বরাবরই বসন্তের প্রেমিক। বসন্ত আমার মনের আঙিনাজুড়ে অন্যরকম বার্তা নিয়ে আসে। আর আমি বসন্তের প্রেমে মত্ত হয়ে উঠি। শুধু তাই নয় নোভিয়া তার স্টেটাসে লিখেন, ফাল্গুনের রঙ ছড়িয়ে পড়ুক সবার মনের মাঝে, ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে। মৌসুমী হামিদ নিজেকে বসন্তের কোকিলা মনে করেন। শুধু তাই নয়, ফেসবুকে তার মতে কোকিলাদের খোঁজও নিয়েছেন। মৌসুমী লিখেন, 'বসন্তের কোকিলারা কেমন আছেন?'
হট আইটেম গার্ল নামে পরিচিত বিপাশা কবিরও নাকি বসন্তের প্রেমিক। নিজেকে বসন্তের প্রেমিকা উল্লেখ করে সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন বিপাশা। এদিকে ক্রিকেটার রুবেলকে জড়িয়ে বিতর্কে থাকা চিত্রনায়িকা হ্যাপী নাজনীন বসন্ত উৎসব ও পহেলা ফাল্গুন নিয়ে বেশ যন্ত্রণাতেই আছেন। ফেসবুকে তাকে যেই শুভেচ্ছা জানাবে তাকেই ব্লক করার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন- 'আমাকে যে যে বসন্ত বা ভালোবাসা দিবস এর উইশ করবে আমি তাকে সাথে সাথে ব্লক করবো। তাই আমার ফ্রেন্ড লিস্টে থাকতে হলে আমাকে কোনো দিবসের উইশ করা যাবে না।' প্রসূণ আজাদও বসন্তে সেজেছেন রাবীন্দ্রিক সাজে। তিনি তার স্টেটাসে লিখেন, 'কেমনে গাথিব মালা, কেমনে বাজিব বেনু/আবেগে কাপিছে আঁখি, বসন্ত এসে গেছে।' নায়িকাদের মতো নায়কদের মনেও লেগেছে বসন্তের হাওয়া। হয় তো নিরবের ফেসবুক জুড়ে কোকিলাদের ভিড় বেশি তাই তিনি লিখেছেন, বসন্তের এই দিনে কোনো কোকিল নাই কেন ?