টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রীরা

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ মে ২০২৫, ১৮:৪৯

প্রতিদিন বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে একাধিক নাটক। সেগুলোর কোনোটা এক ঘণ্টার, কোনোটি টেলিফিল্ম বা কোনোটি ধারাবাহিক। এখন অবশ্য ইউটিউবেও নাটক প্রচার হচ্ছে এবং দর্শকরা এই মাধ্যমেও বেশ সরব। টিভি নাটকে গত কয়েকবছর এসেছেন অনেকগুলো নতুন মুখ। তারা এখন অনেক ব্যস্ত এবং জনপ্রিয়।


জানা যাক টিভি নাটকের এই সময়ের ব্যস্ত নায়িকাদের কথা।


এই সময়ের টিভি নাটকের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দিনকে দিন দর্শক চাহিদা বেড়েই চলেছে এই প্রজন্মের এই অভিনয়শিল্পীর। বছরজুড়ে শুটিং ব্যস্ততায় কাটছে তার দিন। বিশেষ করে ঈদের সময়ে কিংবা ভালোবাসা দিবসে তটিনী অভিনীত অনেক নাটক প্রচার হয়েছে। ইয়াশ রোহানের সঙ্গে জুটি হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন। ইয়াশ ছাড়াও চলতি সময়ের অন্য জনপ্রিয়দের বিপরীতেও অভিনয় করছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও