জুলাই–আগস্টে কোথায় ছিলেন ফারিয়া, কী লিখেছিলেন ফেসবুকে
গতকাল গ্রেপ্তার হয়েছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ সোমবার আদালতের মাধ্যমে এই অভিনেত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। এই নায়িকাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছেন তাঁর সহকর্মীরা। কেউ কেউ লিখেছেন, অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে একজন শিল্পীকে। এদিকে আজ এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে আইনজীবী জানান, যে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। জুলাই–আগস্টে কোথায় ছিলেন ফারিয়া, এই নায়িকা কী লিখেছিলেন ফেসবুকে?
গত বছর জুলাই মাসের প্রথম সপ্তাহের ঘটনা। সেই সময়ে, দেশের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বেশ কিছু আয়োজন অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেসব ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন। সপ্তাহখানেক পর ১২ জুলাই ফারিয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানান, ভালোভাবে কানাডা পৌঁছেছেন। পরবর্তী সময়ে কানাডার ক্যালিগরি শহরের বেশ কিছু আয়োজনে অংশ নেন এই অভিনেত্রী। সেসব ছবি ফেসবুকে পোস্ট করতে থাকেন। এসব আয়োজনে তাঁর সঙ্গে ছিলেন জায়েদ খানসহ অনেকে।