
ছবি সংগৃহীত
ফেসবুক "লাইক" নিয়ে কিছু কথা
আপডেট: ১৫ জুলাই ২০১৩, ০৫:১৩
ফেসবুকে "লাইক" এখন একটা বিরাট ব্যাপার। স্ট্যাটাস মেসেজ, ছবি, ভিডিও, প্রোফাইল পিকচার ইত্যাদিতে কী পরিমাণ "লাইক" পড়ল বা পড়ল না সেটা নিয়ে প্রায় সবাই চিন্তিত। আবার কোন ব্লগ বা সংবাদপত্রের অনলাইন ভার্সনের কোন সংবাদে কতগুলো "লাইক" পড়ল বা কী পরিমাণ শেয়ার হল - সেটা দিয়ে সেই ব্লগপোস্ট বা সংবাদের জনপ্রিয়তাও যাচাই করা হয়। শুধু তাই নয়, প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনের ক্ষেত্রেও ফেসবুকের "লাইক" আজকাল মানদণ্ড হয়ে উঠেছে। এরই মধ্যে আমরা প্রিয়.কম-এ কিছু প্রতিযোগিতা দেখেছি যেখানে ফেসবুকের "লাইক"-এর ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়েছে। ফেসবুকের কল্যাণে অনেকেই নূতন সেলেব্রিটি হয়ে উঠছেন আবার পুরনো সেলেব্রিটিরা বা তাঁদের ভক্তবৃন্দ যুগের সাথে তাল মিলিয়ে ফেইসবুক পেইজ চালু করছেন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট আরো বেশি জনসংযোগ ঘটানোর জন্য ২০১১ সালে ফেসবুক ও টুইটার চালু করেছেন। শুধু তাই নয়, এবছরের এপ্রিল থেকে তিনি তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা সবাইকে জানানোর জন্য নিজস্ব ব্লগও চালু করেছেন। উল্লেখ্য, রাজস্থানে প্রায় ২৫ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী আছেন যাঁদের অধিকাংশই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। কিন্তু বাঁধ সেধেছেন বিরোধী পক্ষ বিজেপি। বিজেপির জ্যোতি কিরণ অভিযোগ এনেছেন যে, অশোক অর্থের বিনিময়ে ভুয়া "লাইক" কিনেছেন। তাঁর যুক্তি হল, অশোকের অফিসিয়াল ফেসবুক পেইজ "আপকা মুখ্যমন্ত্রী" জুন মাসের ১ তারিখ পর্যন্ত লাইক পেয়েছিল ১,৬৯,০৭৭ টি কিন্তু জুন মাসের ৩০ তারিখেই সেটা বৃদ্ধি পেয়ে হয়ে যায় ২,১৪,৬৩৯-এ [১]।
আসলেই কেউ কেউ মুহূর্তেই পেয়ে যাচ্ছে হাজার হাজার লাইক আবার কেউ কিছুই পাচ্ছে না। আর সেটা যদি হয় পুরষ্কার নির্ধারণের মানদণ্ড তবে তো চিন্তার ব্যাপার। রাজনীতির ব্যাপার হলে তো আরো ভয়ংকর!
ফেসবুক "লাইক" নিয়ে কিছু কোম্পানিও গড়ে উঠেছে। এরকমই একটি কোম্পানি হল Purchasefacebooklikes। তারা বিভিন্ন শাখায় "লাইক" বিক্রি করে থাকে যেমন ইউএসএ লাইক, ওয়ার্ল্ডওয়াইড লাইক, ফটো লাইক ইত্যাদি। লাইকের সংখ্যার উপরে ভিত্তি করে কিছু প্যাকেজও রয়েছে। তাঁরা বলছে, তাঁদের লাইক ভুয়া নয়, তাঁদের লাইক অর্গানিক যেমন -
"In response to an overwhelming response and demand from our clients, PurchaseFacebookLikes provides the necessary statistics your page needs to be able to gain a steady flow of real organic followers in the future."ইদানীং সবজি, ফল, ডিম সবকিছু অর্গানিক কিনি স্বাস্থ্য-সচেতন হওয়ার কারণে, কিন্তু অর্গানিক ফেসবুক অনুসারীও যে পাওয়া যায় -এই প্রথম জানলাম। যদি গুগলে buy facebook likes and fans লিখে সার্চ দেওয়া যায়, তাহলে অসংখ্য সাইট/কোম্পানি পাওয়া যাবে, যারা নাকি লাইক/ফ্যান বিক্রি করছে।



"It may be that people with high GPAs tend to have a personality type that makes them more prone to jealousy.Students with higher GPAs are often more conscientious, show greater self-control and tend to be perfectionists"আবার পূর্ববর্তী একটি গবেষণায় দেখা গিয়েছে, ফেসবুকের ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে বেশি হিংসুটে। মজার ব্যাপার হল, emoticon সংযুক্ত মেসেজের ক্ষেত্রে আবার পুরুষেরা হিংসুটে [৭] এই ফেসবুক হিংসা নিয়ে আরো অনেক আশ্চর্য সংবাদ পাওয়া যাবে এখানে [৮]। আবার ফেসবুকে কীভাবে "স্বয়ংক্রিয় লাইক বট (Auto Like Bot)" বানানো যায়, তার নিয়ম কানুনও অনেকেই অনলাইনে বিনা পয়সায় বাতলে দিচ্ছেন । যেমন - এই পেইজটি [৯]। এখন কথা হল, লাইক জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? এটা তো শুধুই একটা ভার্চুয়াল লাইক, তাছাড়া আবার ভুয়া লাইকও আছে। তারপরেও কথা থেকে যায়, লেখক নিজের পছন্দে লিখেন নাকি পাঠকের পছন্দের জন্য লিখেন? তবে আমরা "লাইক" নিয়ে যত মারামারি কাটাকাটি করবো, ফেসবুক, অন্যান্য কোম্পানি, ও অন্যরা তত বেশি লাভবান হতে থাকবে। সাইদির "কলা/ঘি তত্ত্ব" ততটা প্রচার পায়নি, যতটা প্রচার পেয়েছে শফি হুজুরের "তেঁতুল তত্ত্ব" অতএব ফেসবুক জিন্দাবাদ ! সূত্রঃ ১. http://ibnlive.in.com/news/ashok-gehlots-men-counter-bjp-charges-of-fake-likes-on-facebook/405924-3-239.html ২. http://www.pagedatapro.com/pages/leaderboard/fc/fan_count ৩. http://news.cnet.com/8301-1023_3-57484991-93/facebook-8.7-percent-are-fake-users/ ৪. http://www.businessinsider.com/this-flaw-in-facebook-lets-you-create-as-many-fake-likes-as-you-want-2012-10 ৫. http://www.dailydot.com/business/facebook-death-sponsored-posts-likes/ ৬. http://www.sciencetech24.com/news/3236#.UeLda6K1HXM ৭. http://www.huffingtonpost.co.uk/2013/07/09/facebook-jealously-clever-students_n_3565256.html ৮. http://www.livescience.com/27120-facebook-romantic-jealousy-women.html ৯. http://blogsandwordpress.blogspot.com/2013/03/facebook-auto-like-bot.html