ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এই সপ্তাহে যোগ হয়েছে বাংলা, হিন্দি ও তেলেগু ভাষার একাধিক নতুন সিনেমা ও সিরিজ।
চরকিতে দেখা যাচ্ছে কোরবানি ঈদের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। হইচইয়ে এসেছে শিশুদের নিয়ে নির্মিত ‘অঙ্ক কি কঠিন’ সিনেমা।
জিও হটস্টারে মুক্তি পেয়েছে গুপ্তচর থ্রিলারভিত্তিক সিনেমা ‘সালাকার’, আর অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে জেলেদের বন্দিদশার গল্পে ‘অ্যারাবিয়া কাদালি’।
চলতি সপ্তাহের ওটিটির খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
চরকিতে 'তাণ্ডব' ও 'উৎসব'
রায়হান রাফি পরিচালিত 'তাণ্ডব' সিনেমার গল্প একটি টিভি চ্যানেলের হামলাকে কেন্দ্র করে। স্বাধীন নামের হামলাকারী তরুণ, সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থদের জিম্মি করে তাদের মুখ থেকে অপকর্মের স্বীকারোক্তি আদায় করেন।
তানিম নূর পরিচালিত 'উৎসব' সিনেমার গল্প জাহাঙ্গীর নামের কৃপণ এক বয়স্ক ব্যক্তিকে ঘিরে। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা ওই ব্যবসায়ীকে সঙ্গে করে নিয়ে যান তার অতীত, বর্তমান দিনে এমনকি ভবিষ্যতেও। তিন সময়ের ওই সফরে বদলে যেতে থাকে কৃপণ মানুষটি।
তিন শিশুর সিনেমা ‘অঙ্ক কি কঠিন’
তিন খুদে শিশুশিল্পীর সিনেমা 'অঙ্ক কি কঠিন’ চলছে হইচইয়ে। কলকাতার পরিচালক সৌরভ পালোধির পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী চক্রবর্তী, তপময় দেব, শঙ্কর দেবনাথ, সঞ্জিতা, পার্নো মিত্র, ঊষসী, দীপান্বিতাসহ অনেকে।
হিন্দি সিনেমা 'সালাকার'
জিও হটস্টারে দেখাচ্ছে 'সালাকার' সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই হিন্দি সিনেমায় দুইটি সময় উঠে এসেছে। তা হল ১৯৭৮ ও ২০২৫।
১৯৭৮ সালে ভারতকে দেওয়া পারমাণবিক হুমকির এক অসমাপ্ত মিশন ২০২৫ সালে এসে দেশটিকে অন্ধকার জগতের দিকে নিয়ে যায়। সেই মিশন সম্পূর্ণ করতে নিয়ে আসা হয় এক কর্ণেলকে। সালাকার সিনেমার পুরো গল্প এগিয়েছে গুপ্তচরবৃত্তি, পারমাণবিক হুমকি ও এক মিশনকে ঘিরে।
একদল জেলের গল্পের 'অ্যারাবিয়া কাদালি'
ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে তেলেগু ভাষার সিনেমা 'অ্যারাবিয়া কাদালি'। সুরয়া কুমার পরিচালিত এই সিরিজের গল্পে উঠে এসেছে একদল জেলের বন্দিদশার অসহায়তা, ঘরে ফেরার আকাঙ্ক্ষা।