চুল নিয়ে সমস্যার যেন শেষ নেই। সূর্যের তাপে চুলের আগা ফেটে যায়, আর্দ্রতায় চুল ফুলে ওঠে, আবার অতিবেগুনি রশ্মির কারণে ক্ষতিগ্রস্ত হয় চুলের গঠন।
বর্ষাকালে চুলে থাকে আঠালো ভাব ও চুল ঝরেও বেশি। শীতকালে বাড়ে শুষ্কতা।
তবে সমাধান খুঁজতে হলে আগে বুঝতে হবে সমস্যাটা আসলে কোথায়। অনেকেই হয়ত বুঝে উঠতে পারেন না চুলের খারাপ অবস্থার পেছনে রুক্ষতা দায়ী, নাকি অন্য কিছু।
এ বিষয়ে ‘হারমনি স্পা’র আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, “একটি খুবই সহজ তবে কার্যকর পরীক্ষা পদ্ধতি রয়েছে, যেটা যে কেউ ঘরেই করে নিতে পারেন।”
এই পরীক্ষার নাম পানিতে চুল ভাসানোর পরীক্ষা। এর মাধ্যমে চুলের যে বৈশিষ্ট্য বেরিয়ে আসে, তা হল- চুলের আর্দ্রতা শোষণ ও ধরে রাখার ক্ষমতা। যাকে বলে চুলের ‘পোরোসিটি’র মাত্রা। এর থেকে বোঝা যায় চুল কতটা আর্দ্রতা চায়।
এই বিশেষজ্ঞ বলেন, “উচ্চ আর্দ্রতা শোষণ ও ধরে রাখার ক্ষমতা মানে চুল বেশি রুক্ষ। তাই চুলের জন্য বেশি আর্দ্রতা প্রয়োজন হয়। আর কম হলে চুল খুব বেশি আর্দ্রতা নিতে পারে না।”
চুলের আর্দ্রতা শোষণ ও ধরে রাখার ক্ষমতা পরিমাপের সহজ উপায়
এজন্য কোনো প্রযুক্তি বা বিশেষ যন্ত্রপাতির দরকার নেই। দরকার শুধু একটা পরিষ্কার বাটি, একটু পানি আর একগুচ্ছ ধুয়ে শুকনো চুল।
প্রথমে চুলে থাকা সব রকম প্রসাধন সামগ্রী ধুয়ে ফেলতে হবে। তারপর ভালোভাবে শুকিয়ে মাথা থেকে একটা চুল উঠিয়ে পানিভর্তি বাটিতে ফেলে দুই থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে।