
ছবি সংগৃহীত
পূবালী ব্যাংকের প্রথম মাস্টারকার্ড ক্রেডিট কার্ড
আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬, ১০:৩৪
(প্রিয় টেক) মাস্টারকার্ডের সাথে পার্টনারশীপের মাধ্যমে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পূবালী ব্যাংক লিমিটেড নিয়ে এলো মাস্টারকার্ড ক্রেডিট কার্ড। দেশব্যাপী মাস্টারকার্ডের পার্টনার আউটলেটসমূহে কার্ডহোল্ডাররা পাবেন বিশেষ সুবিধা ও ডিসকাউন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, জনাব মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, জনাব শফিউল আলম খান চৌধুরী; ডিএমডি এবং সিটিও, জনাব মোহাম্মদ আলী; মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট, জনাব গীতাংক দত্ত সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, জনাব মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী বলেন- “দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে সেরা প্রোডাক্ট ও টেকনোলজি সুবিধা প্রদানের মাধ্যমে আমরা আমাদের কাস্টমারদের ব্যাংকিং-এর ক্ষেত্রে সেরা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি। মাস্টারকার্ডের সাথে পার্টনারশীপের মাধ্যমে মাস্টারকার্ড ক্রেডিট কার্ড আনতে পেরে আমরা আনন্দিত যা আমাদের কাস্টমারদের দিবে সেরা গ্রাহকসেবা। বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতিতে ব্যাংকিং সেক্টরে নিরাপদ টেকনোলজি নিশ্চিতকরনের মাধ্যমে দেশে ইলেক্ট্রনিক পেমেন্টকে আরও সামনে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, জনাব সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “মাস্টারকার্ডের লক্ষ্য বিশ্বব্যাপী নগদবিহীন লেনদেন প্রতিষ্ঠা করা। পূবালী ব্যাংকের সাথে আমাদের পার্টনারশীপ সে লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ যা বৈশ্বিক মানের টেকনোলজি প্রদানের মাধ্যমে কাস্টমারদের লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা ও সার্বিক সুবিধা নিশ্চিত করছে। এ নতুন ক্রেডিট কার্ড কার্ডহোল্ডারদের লাইফস্টাইলের ক্ষেত্রে নিয়ে আসছে সেরা সুবিধাসমূহ যা তাদের জীবনযাত্রাকে করবে আরও সহজতর।”
মাস্টারকার্ড বাংলাদেশের আছে ১০০০-এরও বেশি পার্টনার আউটলেট যা কাস্টমারদের বিশেষ ডিসকাউন্ট ছাড়াও নানাবিধ সুবিধা দিয়ে থাকে। পূবালী ব্যাংকের মাস্টারকার্ড হোল্ডাররা পাবেন এসকল নানবিধ গ্রাহক সুবিধা। এ নতুন পার্টনারশীপ পূবালী ব্যাংকের মাস্টারকার্ড গ্রাহকদের জন্য নিয়ে আসবে বাই-ওয়ান-গেট-ওয়ান ফ্রি-সহ ক∙বাজার এবং সিলেটে মাস্টারকার্ডের সাথে সম্পৃক্ত হোটেল ও রিসোর্টগুলোতে ফ্রি থাকার সুবিধা । এছাড়াও পূবালী ব্যাংকের মাস্টারকার্ড ক্রেডিট কার্ডহোল্ডাররা পাবেন ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড।