আসছে বৈদেশিক ঋণের ২০০ নতুন প্রকল্প

যুগান্তর প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৮:৩৮

আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটে যুক্ত করা হচ্ছে বৈদেশিক ঋণনির্ভর ২০০টি নতুন প্রকল্প। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন, মেট্রোরেল লাইন-৫ এবং ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণসহ একাধিক মেগা প্রকল্প। এসব বাস্তবায়নে প্রয়োজন হবে প্রায় ৭ লাখ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৪ লাখ কোটি টাকার বৈদেশিক অর্থ খোঁজার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঋণের সম্ভাব্য উৎস হিসাবে ধরা হয়েছে বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি, জাইকা, চীন, কোরিয়া, ডব্লিউএফপি, সুইজারল্যান্ড, ইউএনডিপি, ফ্রান্স, ইআইবি, এআইআইবি এবং রাশিয়াসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশকে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুই লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সঙ্গে এই তালিকাও আজ রোববার উপস্থাপন করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খবর সংশ্লিষ্ট সূত্রের।


এ প্রসঙ্গে সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ শনিবার যুগান্তরকে বলেন, এই তালিকা থাকলে তিন ধরনের লাভ হয়ে থাকে। প্রথমত, উন্নয়ন সহযোগীরা দেখতে পারবে মোটা দাগের সরকারের অগ্রাধিকারগুলো কোথায় এবং তাদের মন্ত্রণালয়গুলো বলতে পারবে এসব প্রকল্প এডিপিতে যুক্ত করা আছে। সুতরাং তোমরা অর্থায়ন করতে পারো। দ্বিতীয়ত, তালিকাভুক্ত প্রকল্পগুলো আগে থেকেই যুক্ত থাকায় মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রস্তুতি নিতে সহজ হবে। নতুন করে এডিপিতে যুক্ত করতে গিয়ে প্রক্রিয়াগত ঝামেলায় পড়তে হবে না। তৃতীয়ত, সরকারও একটি প্রক্ষেপণ করে রাখল। যাতে আগামীতে প্রকল্প নিতে সহজ হয়।


তবে ভিন্ন কথা বলেছেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন। তিনি বলেন, এ ধরনের তালিকা এডিপিতে রেখে কী লাভ হচ্ছে সেটি একটি বড় প্রশ্ন। কেননা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে প্রকল্পের যৌক্তিকতাই একমাত্র বিবেচ্য বিষয় হওয়া উচিত। এখানে বরং এডিপিতে অনুমোদনহীন প্রকল্প রাখলে ক্ষতি হতে পারে। কেননা মন্ত্রণালয়গুলো এক ধরনের ইশারা পায়। ভবিষ্যতে এসব প্রকল্প প্রয়োজন কম বা না হলেও অনুমোদনে চাপ দেওয়ার সুযোগ থাকে। এছাড়া বিভিন্ন সময় বিশ্বব্যাংক এডিপিতে অনুমোদনহীন ও বরাদ্দ ছাড়া অনুমোদিত প্রকল্প রাখার বিষয়ে প্রশ্ন তুলে আসছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার। বৈদেশিক ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সবার আগে দেখা হয়, প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়া যথাযথভাবে এগিয়েছে কিনা এবং একনেকে অনুমোদনপ্রাপ্ত কিনা। এসব তালিকা বিবেচনায় আসে না। নতুন এডিপির খসড়া পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের বৈদেশিক অর্থায়নের সুবিধার্থে অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় প্রকল্প ছিল ২৫৭টি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাপক যাচাই বাছাইয়ের পর ৫৭টি প্রকল্প বাদ দেওয়া হয়েছে। আগামী অর্থবছরের এডিপিতে ২০০টির তালিকা যুক্ত করা হবে। এর মধ্যে সাধারণ সরকারি সেবা খাতে রয়েছে ১৫টি প্রকল্প। এছাড়া জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে আটটি, শিল্প ও অর্থনৈতিক সেবায় ১০টি, কৃষি খাতে ১৩টি, বিদ্যুৎ ও জ্বালানিতে ৩৭টি, পরিবহণ ও যোগাযোগে ৩৭টি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১২টি এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে ২৯টি প্রকল্প রয়েছে। আরও আছে স্বাস্থ্য খাতে ১২টি ও শিক্ষা খাতের ১১টি প্রকল্প। বাকিগুলো অন্যান্য খাতের প্রকল্প। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও