
এনবিআর দুই ভাগ: অধ্যাদেশ বাতিলের দাবিতে রোববারও কলম বিরতি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ২১:১৫
দাবি আদায়ে সরকারের তরফে কোনো পদক্ষেপ না আসায় আবার একদিনের জন্য কলম বিরতির ঘোষণা দিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।
রোববার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীদের এ সংগঠন।
এর আগে বুধবার থেকে তিন দিনের কলম বিরতি কর্মসূচি পালন করে সংগঠনটি যা শেষ হয় শনিবার।
এদিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নতুন এ কর্মসূচির কথা জানিয়েছে সংগঠনটি, যাতে বলা হয়েছে– আগের মতই আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এর আওতামুক্ত থাকবে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলছে, দেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও শুল্ক স্টেশনসহ এনবিআরের সব দপ্তরে এ কর্মসূচি পালন করা হবে।