
সোনার দাম বাড়লো, ভরি ১৬৭০৯৮ টাকা
দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার (১৮ মে) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার (১৭ মে) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৬ মে দেশের বাজারে সোনার দাম কমানো হয়। তারও আগে ১৪ মে সোনার দাম বাড়ানো হয়। তার আগে ৯, ১১ ও ১৩ মে সোনার দাম কমানো হয়। এই দাম কমানোর আগে ৬ ও ৭ মে দুদফা সোনার দাম বাড়ানো হয়। তার আগে ৪ মে ও ২৩ এপ্রিল দু'দফা সোনার দাম কমানো হয়। অর্থাৎ চলতি মে মাসের ১৮ দিনে ৯ দফা সোনার দাম বাড়ানো বা কমানোর ঘটনা ঘটলো।