.jpg)
ছবি সংগৃহীত
চমক দিলেন পরিমনি
আপডেট: ১৩ জানুয়ারি ২০১৫, ০৬:৩২
(প্রিয়.কম) সিনেমা মুক্তির আগেই সবার মুখেমুখে পরিমনি। পরিমনি অভিনীত প্রায় এক ডজন চলচ্চিত্র এ বছর মুক্তির তালিকায় রয়েছে। কিছুদিন আগে চলচ্চিত্র প্রযোজক হিসেবেও নিজের নাম সংযোজন করে চমকে দিয়েছেন সবাইকে। এবার আরো একটি চমক দিলেন পরিমনি। নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেবেন তিনি।
পরিচালক শামীমুল ইসলাম শামীমের আমার প্রেম আমার প্রিয়া শিরোনামের এই ছবিতে পরিমনি কণ্ঠ দেবেন বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেন।
পরিমনি সংবাদমাধ্যকে জানান, আমি ছোট থেকেই গান করতাম। স্কুলজীবনে বহুবার গানের ওপর পুরস্কারও পেয়েছি। শুরুটা ছিল গান দিয়েই। আমি রবীন্দ্রসংগীত চর্চা করতাম এরপরই না শুরু করি।
পরিমনি আরও জানান, পরিচালক শামীম ভাই আমাদের বাসায় একটা আড্ডায় আসেন, সেখানে আমি একটি গান গাওয়ায় শামীম ভাই তখনই আমাকে তার ছবিতে গানের জন্য অফার দেন। আমিও সুযোগ পেয়ে অফারটি গ্রহণ করি।