
কাউকে ঠকিয়ে জেতা যায় না: প্রীতম হাসান
প্রথম আলো
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫৬
গায়ক, সংগীতায়োজক ও অভিনেতা—তিন ক্ষেত্রেই সফল প্রীতম হাসান। সময়ের ব্যস্ত এই সংগীতশিল্পীর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’। সাক্ষাৎকার নিয়েছেন নাজমুল হক
প্রথম আলো: সিনেমার গান নিয়ে আলাদা করে আলোচনা হচ্ছে, বিষয়টা কীভাবে দেখছেন?
প্রীতম হাসান: এখন আমাদের ১০-১৫ কোটি টাকা বাজেটের সিনেমা হচ্ছে। গত দু–তিন বছর আগে এমন বড় বাজেটের ছবি কেউ চিন্তা করতে পারত? কিন্তু লাস্ট এক–দেড় বছর দেখেন, কত বড় বড় বাজেটের সিনেমা হচ্ছে। সেগুলো ভালো ব্যবসাও করছে। এটা খুবই ইতিবাচক। সিনেমার বাজেট বাড়লে মিউজিকের বাজেটও বাড়বে। তখন মিউজিকের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজনও ভালো পারিশ্রমিক পাবেন। ভালো একটা কাজের সুফল পুরো ইন্ডাস্ট্রি ভোগ করবে। দক্ষিণ ভারতেই দেখেন অনিরুদ্ধ রবিচন্দরকে, তাঁর শিডিউলের ওপর অনেক নির্মাতা সিনেমার পরিকল্পনা করেন।