
সুপারস্টার হয়েও মূল্যায়ন নেই টম ক্রুজের
হলিউডের সবচেয়ে বড় ব্লকবাস্টারগুলোর অভিনেতা টম ক্রুজ। বয়সকে জয় করে কাজ করে চলেছেন। প্রায়ই তাকে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে। দীর্ঘদিনের ক্যারিয়ার নিয়ে এখনও চলচ্চিত্র শিল্পের অন্যতম হিট মেকার হিসেবে পরিচিত তিনি। তার সিনেমা মানেই দর্শকের অধিক আগ্রহ আর বক্স অফিস কাঁপানো ব্যবসা।
সেই টম ক্রুজকেই উপযুক্ত মূল্যায়ণ করা হয় না। এমনই এক অভিযোগ শোনা গেল ‘ভালকিরি’ সিনেমায় টমের সহশিল্পী কেনেথ ব্রানাগের কণ্ঠে। তিনি বলেন, ‘অনেকেই টম ক্রুজের যথাযথ মূল্যায়ন করেন না।’
ক্রুজ খুব শিগগিরই ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (BFI) থেকে ফেলোশিপ পুরস্কারে সম্মানিত হবেন। একজন অভিনেতা বা প্রযোজককে দেওয়া সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এটি। এই সম্মাননা নিয়ে দ্য টাইমস অফ লন্ডনের সাথে এক সাক্ষাৎকারে ব্রানাগ বলেন, টম ক্রুজকে যারা মূল্যায়ন করেন না তাদের জন্য এটি একটি বিশেষ চমক। টমকে শুধুমাত্র সিনেমার তারকা হিসেবে দেখা তার প্রতি অবিচার।
ব্রানাগ বলেন, ‘যারা তাকে শুধু সিনেমার তারকা মনে করেন তাদের চিন্তার দুর্বলতা আছে। টম নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যখন তার আর সিনেমা করার প্রয়োজন পড়ে না। কখনো হয়তো অ্যাকশন সিনেমা ছেড়ে দিয়ে নিন্দুকদের চমকে দেবেন টম।’
- ট্যাগ:
- বিনোদন
- মূল্যায়ন
- হলিউড অভিনেতা
- টম ক্রুজ