কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার জেরে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল' সিনেমাটির মুক্তি বাতিল হয়েছে ভারতে।
এনডিটিভি লিখেছে, কদিন আগে প্রচার কাজের জন্য মুক্তি পাওয়া সিনেমার গানগুলোও ভারতের ইউটিউবে আর পাওয়া যাচ্ছে না।
‘আবির গুলাল' মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৯ মে।