প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির কাজ করেছিলেন পরিচালক পিপলু আর খান। তখন চলছিল করোনাকালীন ঘরবন্দী সময়। সেই অসময়ে ঘরে আটকে পড়া মানুষের জীবনযাপনের চিত্রটাই ফুটিয়ে তোলার মানসে ছবিটির কাজ হাতে নেন তিনি। ছবির নাম ঠিক করেন ‘জয়া আর শারমিন’।
এতে অভিনয়ের পাশাপাশি পিপলুর সঙ্গে যৌথ প্রযোজক হিসেবেও যুক্ত হন বরেণ্য অভিনেত্রী জয়া আহসান। ছবিতে শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। দীর্ঘদিন পর ছবিটি আলোচনায় এসেছে মুক্তিকে কেন্দ্র করে।