
ছবি সংগৃহীত
আমার ভেতরটা শেষ হয়ে গেছে- রুবেলকে হ্যাপীর খোলা চিঠি
আপডেট: ০২ মে ২০১৫, ১৮:০২
(প্রিয়.কম)সাবেক প্রেমিক ও দেশের জনপ্রিয় ক্রিকেটার রুবেলকে যেনো কিছুতেই ভুলতে পারছেন না চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী। বারবার রুবেলকে ভুলে যাওয়ার ওয়াদা করেও শেষ পর্যন্ত তা আর হয়ে উঠছে না তার। ভুলতে চাইলেই কি আর এতো সহজে সব ভুলে ফেলা যায়! তাই আবার হ্যাপীর প্রসঙ্গ হয়ে উঠলো ক্রিকেটার রুবেল। পাকিস্তান সিরিজের পর পরই রুবেলের বিয়ে সম্পন্ন হওয়ার কথা। এমন কথা শুনার পরই ফের নস্টালজিক হয়ে উঠেছেন হ্যাপী। সাবেক হোক, প্রেমিকা বলেতো কথা! তাই হ্যাপীও আবেগ প্রবন হয়ে ফের রুবেলের উদ্দেশ্যে লিখে ফেললেন একটি ‘খোলা চিঠি’। প্রিয়.কম –এর পাঠকের জন্য তা হুবুহু তুলে ধরা হলো। খোলা চিঠি( শতভাগ নিশ্চিত হয়ে ) রুবেল, আমি জানি আপনি খুবই ভাল আছেন। থাকাটাই মনে হয় সাধারণ ব্যাপার । আপনার মত মানুষ সবসময় ভালোই থাকে। আপনার আংটি বদল হয়েছে আমি আগেই জেনেছি। পাকিস্তান সিরিজ এর পর বিয়ে করছেন তাও জানি। যাকে বিয়ে করছেন তার বিষয়ে আপনি অবশ্যই অবগত আমিও অবগত আছি। তার নাম দোলা। বাগেরহাট এর মুন্সিগঞ্জ বাড়ি। ক্লাস এইটে অধ্যয়নরত দুইবার জে,এস,সি তে ফেল। পাশ করতে পারছে না। বাগেরহাটে তার অনেক সুনাম, বিশেষ করে ইয়াং ছেলেদের কাছে এক নামে পরিচিত । কারণ অনেক ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর কারণে।দেখতে নাকি ভাল! এখন একটা কথা বলতে ইচ্ছা করছে, মাকাল ফল দেখার সাধ মিটেছে আমার । তবে একটা কথা আল্লাহ মানুষকে ভাল সময় এবং অর্থ দিয়ে পরখ করেন। হয়তো বা এটা আপনার বোধশক্তির বাইরে । সব মানুষই তার কর্মফল ভোগ করবে। মনে রাখবেন আপনিও মানুষ এবং অবশ্যই আপনি এই নিয়মের বাইরে না। চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দেয়া স্ট্যাটাস:

- ট্যাগ:
- সিনেমা
- বিনোদন
- মডেলিং
- রুবেল হোসেন
- হ্যাপী