হাওরজুড়ে ধান আর ধান
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১২:৩২
                        
                    
                মাস তিনেক আগেও নেত্রকোনার খালিয়াজুরির পাঙ্গাসিয়া হাওরের যেদিকে চোখ পড়ত, সেদিকেই শুধু পানি আর পানি ছিল। কিন্তু আজ সেখানে মাঠের পর মাঠজুড়ে শুধু ধান আর ধান। তবে শুধু পাঙ্গাসিয়া নয়, জেলার ছোট-বড় ১৩৪টি হাওরের চিত্র প্রায় একই রকম।