জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ঠিকানা ‘দৌলতদিয়া পতিতালয়’। এই ঠিকানাতেই যত বিড়ম্বনা যৌনপল্লীর বাসিন্দাদের। ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন সেবা পেতে, সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করাতে ভোগান্তিতে পড়ছেন। এমনকি বিকল্প কর্মসংস্থানের চেষ্টা করলেও ঠিকানা হয়ে দাঁড়াচ্ছে বাধা । এ জন্য যৌনকর্মীরা জাতীয় পরিচয়পত্রে ঠিকানা পরিবর্তনের দাবি জানিয়েছেন।