দারিদ্র‍্য ও অসমতা নিরসনে আশানুরূপ সাফল্য মেলেনি

বণিক বার্তা ড. সেলিম জাহান প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭

শেষ হওয়ার পথে ২০২৫ সাল। নানান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক টানাপড়েন, উত্থান-পতন, প্রত্যাশা-হতাশার মাঝে সমাপ্তি ঘটেছে বছরটির। সময় এখন পেছনে ফিরে তাকানোর—কী কী পেয়েছি, কী পাইনি; কী আশা করেছিলাম, কোথায় হতাশ হয়েছি। অস্বীকার করার উপায় নেই যে অর্থনীতি বিষয়টিই সাধারণ মানুষের মনের বিরাট অংশ জুড়ে আছে। ২০২৫ সালে তাদের অর্থনৈতিক প্রত্যাশা ছিল অনেক, কিন্তু চিন্তাও তাদের কম ছিল না। সে প্রত্যাশা আর চিন্তা আবর্তিত হয়েছে তাদের জীবনের অর্থনীতি নিয়ে, যার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি; বেকারত্ব; সুযোগের অসমতা; ঋণ, মৌলিক সামাজিক সেবার গুণগত মান; অর্থনৈতিক অনিশ্চয়তা, মব সহিংসতা ইত্যাদি। সুতরাং স্বাভাবিক ২০২৫-এর প্রান্তসীমায় দাঁড়িয়ে শেষ হয়ে যাওয়া বছরটির দিকে ফিরে দেখার একটি বিরাট তাৎপর্য আছে—অনেকটা হিসাব মেলানোর জন্যই।


এটা অনস্বীকার্য যে ২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে কিছু কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেছে। যেমন বাইরে থেকে অর্থপ্রবাহ বেড়েছে, বৈদেশিক মুদ্রার মজুদের উন্নতি হয়েছে, সম্পদ পাচার আটকানো গেছে। ব্যাংক খাতে, যেসব ব্যাংক ভেঙে পড়েছে, তাদের পুনর্গঠনে সহায়তা দেয়া হয়েছে, ব্যাংক পরিচালনা পর্ষদগুলোকে পুনর্বিন্যস্ত করা হয়েছে। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বেশকিছু ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও ৩ শতাংশের ওপরে ধরে রাখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও