শহীদ হাদির জন্য শ্রদ্ধাঞ্জলি

যুগান্তর ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:১১

মাও জে দং বলেছেন, কোনো কোনো মৃত্যু পাখির পালকের চেয়ে হালকা, আবার কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারী। শরিফ ওসমান হাদির মৃত্যু ছিল থাই পাহাড়ের চেয়েও ভারী। তার মৃত্যু ছিল শহীদি মৃত্যু। এমন মৃত্যু, যা মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠে, তেমন মৃত্যু কয়জনের কপালে জোটে!


ঘাতক পিস্তলের গুলি ছুড়ে হাদির মৃত্যু নিশ্চিত করেছে। গুলিবিদ্ধ হওয়ার ফলে তার মস্তিষ্কের সবচেয়ে স্পর্শকাতর এলাকাটি ছিন্নভিন্ন হয়ে যায়। এমন অবস্থায় বেঁচে থাকলে অলৌকিক ঘটনা হতো। আমাদের দুর্ভাগ্য, অলৌকিক ঘটনা ঘটেনি।


মস্তিষ্কে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। তার চিকিৎসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। আল্লাহতায়ালা বাংলাদেশের লক্ষ-কোটি মানুষের আকুতির প্রতি সাড়া না দিয়ে, হাদিকে তুলে নিয়ে গেছেন। বিধাতার এই বিধানকে রুদ্ধ করে এমন সাধ্য কার? আমরা শুধু আল্লাহর দরবারে প্রার্থনা করব, আল্লাহ যেন তাকে শহীদি মৃত্যুর মর্যাদা প্রদান করেন এবং বেহেশতের সর্বোচ্চ মাকামে তাকে ঠাঁই দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও