নতুন প্রেক্ষাপটে বিজয় দিবস
আজ ১৬ ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মানুষ নয় মাস যুদ্ধ করে হানাদার বর্বর পাকিস্তানি বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছিল। সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দখলদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করা যে কোনো জাতির জন্য অত্যন্ত গৌরবজনক একটি ঘটনা। সব জাতির জন্যই স্বাধীনতা কাঙ্ক্ষিত লক্ষ্য হলেও সবার পক্ষে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয় না।
হৃদয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা ধারণ করা সত্ত্বেও যে জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হতে পারে না, তার মতো দুর্ভাগা জাতি আর হয় না। মাতৃভূমির স্বাধীনতার জন্য প্রচুর মূল্য দিতে হয়। বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতাপ্রিয়। তারা স্বাধীনতাহীনতায় বাঁচতে চায় না। কিন্তু আমাদের স্বাধীনতা এমনি এমনি আসেনি। স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের মানুষকে বারবার আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে, দিতে হয়েছে প্রচুর রক্ত। চূড়ান্ত পর্যায়ে ১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের স্বাধীনতা রক্তের দামে কেনা, কারও দয়া বা অনুগ্রহে প্রাপ্ত নয়।