বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করা হয়েছে : মামুনুল হক

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ২১:২৮

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমান সংবিধান ভারতের সক্রিপশন মেনে তৈরি এবং ইন্দিরা গান্ধীর পরামর্শে ভারতের সংবিধানের মূলনীতি এতে সংযোজন করা হয়েছে।


মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর ঈদগাহ ময়দানে খেলাফত মজলিশের কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মামুনুল হক তিনি বলেন, হাজার হাজার মানুষের রক্তে অর্জিত স্বাধীনতা ভারত মাতার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশকে ভারতের করদ রাজ্য হিসেবে ধরে রাখা হয়েছিল এবং সেই কারণেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে ওঠে। তার ভাষায়, ২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করেছে- এই দেশে ভারতের আধিপত্য যেমন চলবে না, তেমনি ৭২-এর সংবিধানও আর চলবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও