যাতায়াত দুর্ভোগে বিছনাকান্দি ভুলতে বসেছে পর্যটকরা
বিছনাকান্দি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। সুউচ্চ সবুজ পাহাড় আর প্রকৃতির পাতানো পাথরের বিছানা দিয়ে ছুটে চলা শীতল জলরাশির মনোমুগ্ধকর দৃশ্য প্রতিনিয়ত পর্যটকদের কাছে টানতো। সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়নাভিরাম এই পর্যটনকেন্দ্রটি আজ ধুঁকছে।
যাতায়াত ব্যবস্থায় নজিরবিহীন দুর্ভোগ, পর্যটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও স্থানীয়দের অনাগ্রহের কারণে বিছনাকান্দি এখন অনেকটা পর্যটকশূন্য। সাপ্তাহিক ছুটির দিন কিংবা বিশেষ কোনো দিবসেও হাতগোনা পর্যটকদের দেখা মেলে বিছনাকান্দিতে। সড়ক পথের দুর্ভোগ জয় করে যারা একবার ঘুরতে যান সেখানে তারাও আর দ্বিতীয়বার যাওয়ার আগ্রহ দেখান না।
গত কয়েক বছর ধরে বিছনাকান্দির এই অবস্থা চলতে থাকলেও নীরব দর্শক স্থানীয় প্রশাসন। হাতেগোনা যে পর্যটক যান তাদের জন্যও নেই পর্যাপ্ত সুবিধা। নামেমাত্র একটি শৌচাগার, সেটিও ব্যবহার অনুপযোগী। নেই নারীদের পোশাক পাল্টানোর নিরাপদ স্থান। পর্যটকদের সহযোগিতায় স্থানীয়দেরও আগ্রহ নেই। যেন অযত্ন-অবহেলায় ধুঁকে ধুঁকে মরার মতো অবস্থা।
এদিকে পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় বিছনাকান্দির পাথর লুটও চলছে নীরবে। রাতের আঁধারে ছোট ছোট পাথর লুট করে নিয়ে যাচ্ছেন অনেকে। বড় বড় পাথর ছাড়া ছোট কোনো পাথরের অস্তিত্বই নেই সেখানে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাথর
- দুর্ভোগ
- লুটপাট
- পর্যটন কেন্দ্র