সুস্থ জীবনের জন্য পুনর্বাসন জরুরি
জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালিত হয়েছে ১৩ নভেম্বর। এ দিনটি প্রতি বছর পালন করা হয় শারীরিক প্রতিবন্ধিতা, ব্যথা নিয়ন্ত্রণ ও কার্যক্ষমতা পুনরুদ্ধারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ‘ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন’ বা ‘পুনর্বাসন চিকিৎসা’ একটি গুরুত্বপূর্ণ শাখা, যার মূল লক্ষ্য রোগীকে শুধু বাঁচিয়ে রাখা নয়, তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।
* ফিজিক্যাল মেডিসিন কী
ফিজিক্যাল মেডিসিন এমন এক চিকিৎসা শাখা, যা ব্যথা, পেশি বা স্নায়ুজনিত সমস্যা, জয়েন্টের বিকলতা, স্পাইনাল ইনজুরি, স্ট্রোক, আর্থ্রাইটিস, স্পোর্টস ইনজুরি ও অন্যান্য শারীরিক অক্ষমতা নিরাময় ও নিয়ন্ত্রণে কাজ করে। এ চিকিৎসাশাস্ত্রে ওষুধের পাশাপাশি ব্যবহার করা হয় ফিজিওথেরাপি, এক্সারসাইজ থেরাপি, ইলেকট্রোথেরাপি, ইনজেকশন থেরাপি, ব্রেসিং, স্পিলন্টিং ও আধুনিক পুনর্বাসন প্রযুক্তি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- সুস্থ জীবনযাপন
- সুস্থ জীবন