নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার গভীর রাতে ছয়জনকে আসামি করে ১৯ বছরের এক নারী মামলাটি করেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম।
আসামিদের বয়স অনুর্ধ্ব ৩০ বছর। মামলার তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি ওসি।
ভুক্তভোগী নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, এক আসামি ও ভুক্তভোগী নারী পূর্বপরিচিত। ২০১৭ সালে এক আসামির কাছ থেকে চার লাখ টাকা ধার করেন ভুক্তভোগীর মা। ওই টাকা বিভিন্ন ধাপে ২০২২ সালেই পরিশোধ করা হয়ে যায়। কিন্তু বন্ধকের সময় লিখিতভাবে নেওয়া নন-জুডিসিয়াল স্ট্যাম্পটি ফেরত দিচ্ছিলেন না পাওনাদার।
শুক্রবার দুপুরে স্ট্যাম্প ফেরত দেওয়ার কথা বলে নারীকে সাইনবোর্ড এলাকায় ডেকে নেওয়া হয়। পরে আসামিরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মাইক্রোবাসের ভেতরেই এক আসামি ধর্ষণ করে। বাকিরা সহায়তা করে।