গণভোটে কী হবে?
জুলাই সনদ বাস্তবায়ন এবং তার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের। গত ২২ অক্টোবর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছে। এখন সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন এবং নির্বাচনের আগে যে সংস্কারগুলো জরুরি তা সম্পন্ন করার জন্য গণভোট প্রয়োজন।
জাতীয় নির্বাচনের গণভোটের দাবি জাতীয় নাগরিক পার্টি-এনসিপিরও। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই, কারণ বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্ত এবং তা গণভোটের পরেই নির্ধারিত হবে।