ব্যাংক খাত : অচলায়তনের দেওয়াল ভাঙতেই হবে

যুগান্তর ড. আবু আহমেদ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১০:৫৪

অনিয়ম, লুটপাট আর দুর্নীতির কারণে দেশের ব্যাংক খাতের ওপর আমানতকারীদের আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। কেউ আর এখন ব্যাংকে টাকা রাখতে ভরসা পাচ্ছে না। কারণ অধিকাংশ ব্যাংকের অবস্থাই ভালো না। এতদিন দেখেছি নিম্ন ও মধ্যম আয়ের মানুষ আস্থাহীনতার কারণে ব্যাংকে টাকা রাখা বন্ধ করে দিয়েছেন।


এবার দেখছি কোটিপতিরাও ব্যাংকে টাকা রাখা বন্ধ করে দিয়েছেন। পত্রিকা থেকে জানতে পারলাম, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের এক জরিপে দেখা গেছে, কোটি টাকার আমানতকারীদের ব্যাংক অ্যাকাউন্ট কমেছে ১ হাজারেও বেশি। এর পাশাপাশি কোটিপতিদের আমানতও কমে গেছে। কোটিপতি হিসাবধারীদের মধ্যে ব্যক্তির পাশাপাশি রয়েছে প্রাতিষ্ঠানিক হিসাবও। অনিয়ম-দুর্নীতির পাশাপাশি দুর্বল ব্যাংক একীভূতকরণ আতঙ্কেও কোটিপতিরা হিসাব গুটিয়ে ফেলছেন বলে অনেকে মন্তব্য করেছেন। এ অবস্থা সামনে আরও প্রকট আকার ধারণ করবে বলে আমার ধারণা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও