টিআরপি ও টেলিভিশনের বিজ্ঞাপনের বাজার
টেলিভিশনে কোন চ্যানেল মানুষ বেশি দেখে বা কম দেখে তা নিরূপণ করার যে সিস্টেম তা হচ্ছে টেলিভিশন রেটিং পয়েন্ট। টেলিভিশন দর্শক পরিমাপের এ পদ্ধতিকে সংক্ষেপে টিআরপি বলা হয়। এর মাধ্যমে চ্যানেলের রেটিং পয়েন্টের পাশাপাশি কোন প্রোগ্রাম মানুষ বেশি দেখে বা কম দেখে তারও তালিকা করা হয়।
বৈশ্বিকভাবে টিআরপির তালিকা হয় না। বেশিরভাগ দেশেই বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের স্বার্থে এই কাজ করে থাকে। বেসরকারি বিজ্ঞাপনদাতাদের প্রধান বিবেচ্য বিষয় হলো দর্শক সংখ্যা। এই টিআরপি তালিকা দেখে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা, এজেন্সি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে থাকে।
যুক্তরাষ্ট্রে টিআরপি করা হয় ‘নিলসেন মিডিয়া রিসার্চ [Nielsen Media Research (NMR)]’ নামের একটি প্রতিষ্ঠান। যারা অন্তত ২০ হাজার পরিবারের টিভিতে ইলেকট্রনিক মিটার বসিয়েছে। প্রতিটি পরিবারের সদস্যের জন্য আলাদা কোড রয়েছে—যাতে বোঝা যায় কে টেলিভিশন দেখছে, দেখলে কোন চ্যানেল দেখছে।