
নারী ফুটবলে আমাদের প্রত্যাশা অনেক
দেশে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে নারী ফুটবলে মাত্র কয়েক বছরের মধ্যে যে উত্থান, এটি প্রত্যাশার চেয়েও বেশি, বিশেষ করে বয়সভিত্তিক ফুটবলে। আন্তর্জাতিক ফুটবলে আলোচনার জন্ম দেওয়া এবং সম্ভাবনাময় ভবিষ্যতের দাগ কাটার বিষয়টি চাট্টিখানি কথা নয়। নারী ফুটবলে তো আমাদের কোনো ইতিহাস বা ঐতিহ্য ছিল না—এমন অবস্থা থেকে খেলাটি রপ্ত করে বর্তমানে যে স্তরে এসে পৌঁছেছে, এটি শুধু অসাধারণ নয়, গৌরবময় একটি উপাখ্যানও বটে। অসম্ভব চিন্তাকে সম্ভব করেছেন নারীরা ফুটবলে।
নারীরা প্রমাণ দিয়েছেন আত্মবিশ্বাস, সাহস, অদম্য মানসিক শক্তি, ইচ্ছাশক্তি এবং দৃঢ়তা কী জিনিস। এতে দক্ষিণ এশিয়ার যেকোনো দেশ থেকে আমাদের নারী ফুটবলাররা বয়সভিত্তিক ফুটবলে এগিয়ে আছেন। অবশ্যই ভারতের চেয়েও। এটি দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে ইতিবাচক এবং আশা সঞ্চারী।
- ট্যাগ:
- মতামত
- নারী ফুটবল দল