You have reached your daily news limit

Please log in to continue


তিন সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন সচিবের গুরুত্বপূর্ণ পদটি তিন সপ্তাহ শূন্য থাকার পর মো. এহছানুল হককে সেই দায়িত্ব দিল অন্তর্বর্তী সরকার।

জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার এই কর্মকর্তা এত দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্বরত ছিলেন। এখন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনা হল।

রোববার এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। সেই জায়গায় সাবেক অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়, যাকে আওয়ামী লীগ সরকার অবসরে পাঠিয়েছিল।

দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হলেও এক বছর পর গত ২১ সেপ্টেম্বর মোখলেসুর রহমানকে সে দায়িত্ব থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়।

দায়িত্ব পালনকালে গণহারে জেলাপ্রশাসক বদলাতে গিয়ে বিপুল ‘আর্থিক লেনদেনের’ অভিযোগে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন মোখলেসুর রহমান। যদিও সেসব অভিযোগের ‘বিন্দু বিসর্গেরও সত্যতা নেই’ বলে তিনি দাবি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন