এনআইডি পেতে যাচ্ছেন লস অ্যাঞ্জেলেসপ্রবাসী বাংলাদেশিরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান

প্রথম আলো প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ১৯:১৮

দীর্ঘ ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন গোলাম কিবরিয়া। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই ৬৫ বছর বয়সী এই প্রবাসীর। এতে দেশে ব্যাংক এবং সম্পদসংক্রান্ত আইনি কাজে তাঁকে সমস্যায় পড়তে হয়। এনআইডি না থাকায় নিজের ভোটাধিকারও প্রয়োগ করতে পারেননি তিনি।


গোলাম কিবরিয়ার মতো ভুক্তভোগী সেখানকার আরও অনেক প্রবাসী বাংলাদেশি। লস অ্যাঞ্জেলেসের সমাজকর্মী সৈয়দ নাসির জেবুল প্রথম আলোকে বলেন, শুধু এনআইডি করতেই অনেক টাকা খরচ করে বাংলাদেশে যেতে হয়। এরপরও এনআইডি না পেয়েই ফিরতে হয়েছে, যা অর্থের অপচয়।


অবশেষে প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় (লস অ্যাঞ্জেলেস সময়) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্রবাসীদের এনআইডি নিবন্ধন কার্যক্রম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও